Site icon suprovatsatkhira.com

নলতায় রাস্তা সংস্কারে মানসিক প্রতিবন্ধী মোকছেদ

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা-তারালী সড়ক জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি নদীতে পরিণত হয়। অথচ হাজার হাজার শিক্ষার্থীসহ পথচারী চলাচলের ব্যস্ততম সড়ক এটি। কিন্তু দেখার কেউ নেই। দু’বছর ধরে জনসাধারণ দুর্ভোগ পোহালেও কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি রাস্তাটি মেরামতে।
সম্প্রতি জনবহুল রাস্তাটির বেহাল অবস্থা দেখে সংস্কারের উদ্যোগ নেয় মোকছেদ নামে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি।
মোকছেদ উত্তর নলতা গ্রামের বাসিন্দা। সকাল থেকে দিনব্যাপী নলতা চাররাস্তা মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে সে। রাস্তার যানজট নিরসনে নিরলস দায়িত্ব পালন করে সকলের দৃষ্টি কেড়েছে সে। জনদুর্ভোগ সইতে না পেরে, মানসিক ভারসাম্যহীন মোকছেদ রাস্তা মেরামতের উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা মেরামতের কাজ করেছে মোকছেদ। ইউপি চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া ইট, খোয়া নিয়ে সংস্কারের কাজটি নিজে হাতেই করছে সে।
মোকছেদ আলী বলেন, এলজিইডি বা কোন সংস্থার সহযোগিতা পেলে হয়ত রাস্তাটি পূর্ণ মেরামত করা যেত।
তবে, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের দুর্নীতিতে এক বছরেই রাস্তাটি নষ্ট হয়েছে বলে দ্রুত এই ব্যস্ততম রাস্তাটি পুনঃসংস্কার করার দাবি জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version