Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের দায়ের করা মামলার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্র্ট। বৃহস্পতিবার (২৬ জুলাই) শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ পাঁচ সদস্যের বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির পক্ষ্যে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী দেওয়ান আবু নাসের ও সাহ মুঞ্জুর।
উল্লেখ্য, এর আগে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণির বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে স্বপদে বহালের নির্দেশ প্রদান করেন। আব্দুল গনির করা এক রিট পিটিশনের আলোকে উচ্চ আদালতের আদেশের পর মন্ত্রণালয় এই আদেশ দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত ২০১৮ সালের ১৯ এপ্রিল তারিখের ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকের কার্যকারিতা আগামী ছয় মাসের জন্য হাইকোর্ট স্থগিত করেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ গত ২০১৮ সালের ১০ মে তারিখে এই আদেশ দেন।
সাথে সাথে আদালত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঐ আদেশ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব সহ চার জনকে কারণ দর্শাতে বলেন। ঐ আদেশের পর গত ২০১৮ সালের ৫ জুন তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) উপ-সচিব আনজুমান আরা ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৮৩২ নং স্মারকে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং- ৬০৫৪/২০১৮ এর ৮ মে ২০১৮ তারিখের প্রদত্ত আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়। পরে ৭ জুন বৃহস্পতিবার আব্দুল গণি দায়িত্বভার গ্রহণ করলে ভাইস চেয়ারম্যান মাহবুব আলম পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করলে শুনানি শেষে মামলাটি খাজির হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version