চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার আটলিয়া ও ভান্ডারপাড়া ইউনিয়নে সরকার পর্যায়ে নারী নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুলাই) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে এবং ইউরোপিয়ান ও হেলভেটাস ইন্টারকো অপারেশন জার্মানির সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, এম এ সালাম, শহিদুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মোস্তফা সরদার, অসীম বিশ্বাস, রেশমা বেগম, শিখা রানী বসাক প্রমুখ। আটলিয়ায় প্রশিক্ষণ পরিচালনা করেন সিএনআরএস-এর নুরে আযম হায়দারী রাজা।
এদিকে, বেলা ১১টায় ভা-ারপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস। বক্তব্য রাখেন ইউপি সচিব অনিমেশ বিশ্বাস, ইউপি সদস্য লোকেশ্বর কবিরাজ, প্রীতিশ বৈরাগী, অমল রায়, স্বপ্না রানী গাইন প্রমুখ। ভা-ারপাড়ায় প্রশিক্ষণ পরিচালনা করেন সিএনআরএস-এর ফেরদাউস আহম্মেদ।
ডুমুরিয়ায় নারী নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/