জুলাই ২৯, ২০১৮
ডাকাত ছুরি ধরে টাকা নেওয়া আর পুলিশ রাস্তা থেকে জনগণকে ধরে টাকা নেওয়া- পার্থক্য নেই
সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। ২১তম বিসিএস-এর এই কর্মকর্তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কোলাগ্রামে। তিনি গ্রামের স্কুল থেকেই ক্লাস ফাইভ ও এইটে বৃত্তি এবং এসএসসিতে মানবিকে ৪র্থ স্টান্ড করেছেন। যশোর এমএম কলেজ থেকে এইচএসসিতেও স্টান্ড করেন। স্নাতক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়েলফেয়ার বিভাগ থেকে, একই বিভাগ থেকে স্নাতকোত্তরে ১ম শ্রেণি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে ইন্ট্রোভার্ট এই কর্মকর্তা নারায়নগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনার তদন্ত কাজে সার্বিক দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। ২০১৭ সালের ৬ ডিসেম্বর তিনি সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সাতক্ষীরার আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক রাখতে ইতোমধ্যে তার নানা উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। ‘পুলিশ জনগণের বন্ধু, প্রেক্ষাপট সাতক্ষীরা’ বিষয়ে তিনি কথা বলেছেন সুপ্রভাত সাতক্ষীরা’র সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন এসএম নাহিদ হাসান, ফাহাদ হোসেন ও আরিফুল ইসলাম রোহিত সুপ্রভাত সাতক্ষীরা: শুভেচ্ছা গ্রহণ করুন। কেমন আছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জন্মস্থান ও পরিবার-পরিজন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার শিক্ষাজীবন- সুপ্রভাত সাতক্ষীরা: ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি কী করতেন? সুপ্রভাত সাতক্ষীরা: ছোটবেলার কোন বিষয় সব সময় মনে পড়ে- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি এখন প্রতিষ্ঠিত, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাধে, ছোট বেলা থেকে উঠে আসার গল্প শুনতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: পুলিশ ডিপার্টমেন্টে যোগদানের পর এমন কোন ঘটনা আছে, যা নিয়ে আপনি গর্ববোধ করেন- সুপ্রভাত সাতক্ষীরা: ভবিষ্যতে কোন পর্যায় থেকে জনগণের সেবা দিতে চান। সুপ্রভাত সাতক্ষীরা: আপনি সাতক্ষীরায় যোগদান করেছেন প্রায় আট মাস হলো, সাতক্ষীরা কেমন লাগছে? সুপ্রভাত সাতক্ষীরা: নানা কারণে যুব সমাজ বিপদগ্রস্ত হচ্ছে- এর মধ্যে মাদক অন্যতম। মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: ‘পুলিশ’ নিয়ে মানুষ নানারকম নেতিবাচক ধারণা পোষণ করে- আবার বিপদে পড়লে তারাই আগে পুলিশের কাছে যায়- অনেক ক্ষেত্রে হয়রানি হয়- অনেক ক্ষেত্রে সেবা পায়- এ বিষয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: অনেক ক্ষেত্রেই শোনা যায় পুলিশ সাধারণ মানুষকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়- এটা পুলিশের ভাবমূর্তি নষ্ট করে- পুলিশ সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণা জন্ম দেয়- এটাকে কিভাবে দেখেন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি সাতক্ষীরায় যোগদানের পর গণমাধ্যমকে বলেছিলেন- ডিবি পুলিশ বা পুলিশের কোন উইং দ্বারা জনগণ হয়রানির শিকার হবে না- তারপরও প্রায়ই শোনা যায়- উমুককে ধরে উমুক মামলায় চালান দেওয়া হয়েছে- এর মাধ্যমে পুলিশের প্রতি আস্থা কমে কি না? সুপ্রভাত সাতক্ষীরা: কোন নির্দোষ ব্যক্তি আটক হলে তার করণীয় কি? সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে দিন দিন যানজট বাড়ছে- ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকরণে কোন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন? সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরা শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে- সাধারণ মানুষের নিরাপত্তায় এটা কতটুকু কার্যকর ভ‚মিকা রাখছে- সুপ্রভাত সাতক্ষীরা: ট্রাফিক পুলিশ ও ডিবি পুলিশকে নানা নেতিবাচক প্রশ্নে সব সময় আলোচনা থাকতে দেখা যায়- মানুষের মনে এই ধারণা পরিবর্তনে কী কী পদক্ষেপ পুলিশ বিভাগ গ্রহণ করতে পারে বলে মনে করেন- সুপ্রভাত সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘পুলিশ’ জনগণের বন্ধু হিসেবে কতটা সেবামুখী দপ্তর হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে পেরেছে বলে মনে করেন? সুপ্রভাত সাতক্ষীরা: বর্তমান আইজিপি মহোদয় যোগদানের পর পুলিশ বিভাগে শুদ্ধচার চর্চার একটি বিষয় গণমাধ্যমে এসেছিল- এর কোন প্রভাব সাতক্ষীরায় পড়েছে? সুপ্রভাত সাতক্ষীরা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তায় জনগণের করণীয় নিয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিকভাবে সাতক্ষীরাও বেশ গুরুত্বপূর্ণ- জেলা পুলিশের প্রস্তুতি নিয়ে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনাকে ধন্যবাদ- 8,555,324 total views, 5,930 views today |
|
|
|