Site icon suprovatsatkhira.com

টেন্ডার ছাড়াই দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ বিক্রি!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: টেন্ডার ছাড়াই দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় একটি মেহগুনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। দেবহাটার নিতাই ঋষির ছেলে কাঠ ব্যবসায়ী মিন্টুর কাছে ১৭ হাজার টাকায় গাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া গাছটির ডালপালা নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী রফিকুল ইসলাম মিন্টু।
খোঁজ নিয়ে জানা গেছে, গাছ বিক্রির বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কাউকে জানাননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। গাছ বিক্রয়ের টাকা আত্মসাৎ করার জন্য ডা. রনজিৎ রায় ও ডা. আবু হুসাইনকে নিয়ে গাছটি বিক্রয় করেছেন তিনি।
এ ব্যপারে ডা. আব্দুল লতিফ জানান, স্টোর রুমের উন্নয়নের জন্য গাছটি বিক্রি করেছি। একটি গাছের জন্য কি বিজ্ঞপ্তি দিব? হাসপাতালে আরো দুইজন ডাক্তারকে সাথে নিয়ে টেন্ডারে এই গাছ বিক্রি করেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেহেদী হাসান জানান, আমি বিষয়টি অফিসে আলোচনা হতে শুনেছি। এর বেশি কিছু আমি জানি না।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মনিরুজ্জামান মনি বলেন, গাছ কাটার ব্যাপারে আমাদের সাথে কোন কথা হয়নি। আমি বিষয়টি আগামী সভায় তুলে ধরব।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ জানান, বিষয়টি আমি জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখবো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version