সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। এর মধ্যে আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সদর থানায়, সদর থানার ওসি মারুফ আহমেদকে কলারোয়া থানায়, কলারোয়া থানার ওসি বিপ্লব কুমারকে আশাশুনি থানায়, শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নানকে দেবহাটা থানায়, দেবহাটা থানার ওসি কাজী কামালকে সাতক্ষীরা পুলিশ লাইনসে বদলী করা হয়েছে। তবে, শ্যামনগর থানায় এখনো কাউকে পদায়ন করা হয়নি। সেখানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমানকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত বদলীর অংশ হিসেবে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলী করা হয়েছে।