Site icon suprovatsatkhira.com

জামায়াত-বিএনপির সহিংসতায় নিহত ও আহতদের পরিবারে সোলার প্যানেল প্রদান

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে ২০১৩ সালে জামায়াত-বিএনপির সহিংসতায় নিহত ও আহত পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা ডিজিটাল সেন্টারে এই সোলার প্যানেল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সৈয়দ রাফিনুর আলী, যুবলীগ নেতা ইসরাইল হোসেন, নাহিদ হাসানসহ সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version