চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুলাই) সকাল ৯টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ’ (সিএনআরএস) আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস ইন্টারকো অপরেশন জার্মানির সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, এম এ সালাম, বিএম হাবিবুর রহমান হবি, কামরুল ইসলাম মোড়ল, মোস্তফা সরদার, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম মুন্না, মনিরুজ্জামান রাজু, অসীম বিশ্বাস, রেশমা বেগম, শিখা রানী বসাক, কুলসুম বেগম ও সুশীল সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন সিএনআরএস-এর নুরে আযম হায়দারী রাজা।