Site icon suprovatsatkhira.com

কোমরপুরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কোমরপুরের ডা. আব্দুল খালেকের বাড়ির পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই মহিলা তিন-চার দিন ধরে কোমরপুরে ঘুরে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার সকালে ডা. আব্দুল খালেকের বাড়ির পাশে ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবহাটা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-১৯/১৮।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version