জুলাই ৩, ২০১৮
কালিগঞ্জে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে এলাকার চিহ্নিত ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেদ। এর প্রেক্ষিতে ৩০ জুন বেলা ১২টার দিকে মহিষকুড়ে আইয়ুব আলী সাহাজী ও তার মা রোকেয়া বেগম, ভাইরাভাই শেখ সবুর ও তার স্ত্রী মনিরা বেগমসহ আরও ৫-৬ জন তার বাবা শেখ আমিনুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারার জন্য উদ্যত হয়। ওই সময় আইয়ুব আলী সাহাজী প্রকাশ্যে বলতে থাকেন, তুই আমার বিরুদ্ধে এসপি সাহেবের নিকট মাদক ব্যবসা করি বলে লিখিত অভিযোগ দিয়েছিস। তুই এসপি সাহেবের নিকট দরখাস্ত দিয়ে আমার কী করতে পারবি? আমি তোকেসহ তোর পরিবারের সদস্যদের মেরে লাশ গুম করে দেব। এলাকার ত্রাস ও মাদক ব্যবসায়ী আইয়ুব আলী সাহাজীর ভয়ে নিজে এবং পরিবারের সদস্যরা চরম নিরপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। 8,402,127 total views, 546 views today |
|
|
|