কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নিজদেবপুর পূর্বপাড়ায় জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) এলাকার মুসুল্লীদের সহযোগিতায় পাঞ্জেগানা মসজিদকে জামে মসজিদ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ওই মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এ সময় মসজিদ কমিটির সভাপতি আবুল খায়ের ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধন করেন বাজারগ্রাম রহিমপুর জামিআ এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুহা. অজীহুর রহমান পীরসাহেব হুজুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারি কমান্ডার এসএম শাহাদাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, মসজিদ কমিটির সহ-সভাপতি শামছুর রহমান গাইন, আহম্মেদ কবির প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওলানা মুহা. অজীহুর রহমান। প্রসঙ্গত, গত ২৯ জুন ওই স্থানে পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়।
কালিগঞ্জের নিজদেবপুরে মসজিদ উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/