কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বিকেল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি উপজেলায় প্রায় আড়াই বছর কর্মজীবনের স্মৃতিচারণমূলক আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ।
এদিবে, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি গোলাম মাঈনউদ্দিন হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
কালিগঞ্জের ইউএনওকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/