Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

কপিলমুনি প্রতিনিধি: কপিমুনির পার্শ্ববর্তী নোয়াকাটি গ্রামের সালাউদ্দীন ইউসুফ ওরফে সালাম সরদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ প্রায় ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ দুটি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
শনিবার (২১ জুলাই) দিবাগত গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে জানালার গ্রিল খুলে বারান্দায় ঢুকে রুমের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘুময়ে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। এ সময় ডাকাতরা ঘরের ভিতরের আলমারি ও সোকেচে রাখা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে স্টিলের আলমারিতে রাখা গচ্ছিত নগদ ৬৫ হাজার টাকা, চারটি সোনার রুলি, তিনটি গলার চেইন, চারটি আংটি, একটি স্যামসাং জে সেভেন ও একটি স্যামপনি স্মার্ট ফোন লুট করে চলে যায়।
এ ব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রিয়তোষ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার সলুয়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ চন্দ্র দাশের বাড়িতে একইভাবে ডাকাতি সংঘটিত হয়েছিল। তবে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটে যাওয়া ডাকাতির ঘটনার কোন প্রকার প্রমাণ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version