Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে ছিনতাইকালে আটক ১

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে দিনে দুপুরে ছিনতাইকালে জাহিদ মোল্লা (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। সে কাজীমুছা গ্রামের লিয়াকত মোল্লার ছেলে।
শুক্রবার (২০ জুলাই) বিকাল ৫টার দিকে সলুয়া গ্রামের কাজিমুছা সংযোগ সড়কে ছিনতাইকালে তাকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইকগাছা বাতিখালীর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হান্নান ও রহমত প্রতিদিনের ন্যায় শুক্রবার মুরগীর বাচ্চা ভ্যান যোগে বিভিন্ন এলাকায় ফেরি করে বিক্রি করতে বের হয়। দিন শেষে মুরগীর বাচ্চা বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুল হান্নান। পথিমধ্যে বিকাল ৫টার দিকে উপজেলার সলুয়া কাজীমুছা সংযোগ সড়কের কাছে পৌঁছানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জাহিদুল মোল্লা ভ্যানটিকে গতিরোধ করে। ভ্যানে বসে থাকা রহমতের ছেলের হাত থেকে টাকা নিয়ে জাহিদ পালানোর চেষ্টা করে। এসময় রহমত চিৎকার করলে পথচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির টিএসআই লিয়াকত ও কনস্টেবল শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) রফিকুল ইসলাম জানান, আটক জাহিদুলের বিরুদ্ধে ছিনতাই মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে শুক্রবার দিবাগত রাতে একই স্থানে ডাকাতি ঘটনাটির বিষয়ও তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারী জাহিদুল মোল্লাকে ফাঁড়িতে আটক রাখা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version