সমীর রায়, আশাশুনি: আশাশুনির খোলপেটুয়া, কপোতাক্ষ ও বেতনা নদীর পানি জোয়ারে বিপদসীমা অতিক্রম করছে। এতে শঙ্কায় দিন কাটাচ্ছে বেড়িবাঁধে বসবাস করা মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি, ঝড়ো হাওয়া আর জলোচ্ছ্বাসে পাউবোর জরাজীর্ণ বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। যেকোন মুহূর্তে ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা।
স্থানীয়রা জানান, চলতি আমাবশ্যায় দিনভর থেমে থেমে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি। এতে জোয়ারের ¯্রােতের সাথে নদীতে পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করছে। পাউবো’র (পানি উন্নয়ন বোর্র্ড) রাস্তার কানায় কানায় পানি উঠছে। প্রচ- ঢেউয়ে বেড়িবাঁধের মাটি ধুয়ে নদীতে চলে যাচ্ছে। এতে বাঁধের বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিয়েছে। অনেক জায়গায় পানি চুইয়ে পানি ঢুকছে। এভাবে জলোচ্ছ্বাস চলতে থাকলে জীর্ণশীর্ণ বেড়িবাঁধ বাঁধ যেকোন সময় ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, প্রতাপনগরের শ্রীপুর, কুড়িকাহনিয়া, চুইবেড়িয়া, কোলা, হিজলিয়া, রুইয়ারবিল, হরিশখালী, নাকনা, হাজরাখালী, চাকলার এলাকার বেড়িবাঁধ জীর্ণশীর্ণ হয়ে পড়েছে।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, আনুলিয়া ইউনিয়নের বিছট, মনিরামপুর, ভোলানাথপুর, কাকবাসিয়া, গরালিবাজারের বেড়িবাঁধও চরম ঝুঁকির সম্মুখীন। এরমধ্যে গত ঈদের আগের দিন বিছট গ্রামের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। শতাধিক মানুুষ গৃহহারা হয়ে পড়ে।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা, বকচর, বিলবকচর, কাঁকড়াবুনিয়া, মাড়িয়ালা, পুইজালার বেড়িবাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। আবার প্রতাপনগর ইউনিয়নের কোলা-হিজলিয়া ভাঙলেও জোয়ারের পানিতে শ্রীউলা ইউনিয়ন প্লাবিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন জানান, আশাশুনি সদরের দয়ারঘাট ও বলাবাড়িয়া গ্রামে বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এরমধ্যে দয়ারঘাট গ্রামে বাঁধ মেরামতের কাজ চলছে। তবে নদীতে জোয়ারে যে ভয়াবহতা তাতে নিজেদের নিরাপদ মনে হচ্ছে না। এছাড়া কুল্যার গাবতলা গ্রামের বেড়িবাঁধসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাউবো’র রাস্তা ঝুঁকির মুখে রয়েছে বলে খোঁজখবর নিয়ে জানা গেছে। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্র্ডের সাথে কথা বলে কোন লাভ হয় না। বিপদের সময় তারা বলেন কি করব, এই মুহূর্তে আমাদের কোন বাজেট নেই।
এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আশাশুনির খোলপেটুয়া কপোতাক্ষ ও বেতনা নদীর পানি বিপদসীমার উপরে, ঝুঁকির মুখে বেড়িবাঁধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/