Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য-পুষ্টি বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিমূলক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মৃত্যুঞ্জয় কুমার সরকার, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান ও ডিএফও দেবু বিশ্বাস।
প্রসঙ্গত, সোমবার (২৩ জুলাই) থেকে বুধবার (২৫ জুলাই) অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ জন মহিলা মেম্বর ও ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের সাত জন মহিলা শিক্ষক অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version