আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বেতনা নদী থেকে জব্দ অবৈধ ভারতীয় জাল প্রকাশ্য পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বেতনা নদীতে অবৈধ ভারতীয় জাল ব্যবহার বন্ধে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। এসময় নদীতে মাছ ধরা অবস্থায় কাদাকাটি ইউনিয়নের অন্তত ১৫ জন স্থানীয় জেলেকে তাদের জালসহ আটক করা হয়। এ সময় জব্দকৃত জালগুলো বুধহাটা স্কুলের বলফিল্ডে এনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।