Site icon suprovatsatkhira.com

আমরা সরকারের আমলা নয়, সরকারের কামলা: বিভাগীয় কমিশনার

শ্যামনগর প্রতিনিধি: খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, আমরা সরকারের আমলা নয়, সরকারের কামলা। ছেলে-মেয়েরা হচ্ছে জাতির বড় সম্পদ, তাই সার্বক্ষণিক তাদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখতে হবে। তারা কখন কোথায় যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে তাদের মোবাইল ও ল্যাপটপ মনিটরিং করতে হবে। রাতে ঘুমানো অবস্থায় তাদের মুখের কাছে মুখ নিয়ে দেখতে হবে তারা কোন মাদকের সাথে জড়িয়ে পড়ছে কি না। ছেলে মেয়েদের দেখভালের জন্য বাবাদের চেয়ে মায়েদের বেশি সচেতন হতে হবে।
শুক্রবার (২০ জুলাই) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও জঙ্গীবাদ, মাদক ইভটিজিং এবং বাল্যবিবাহ বিরোধী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নত হতে পারিনি। ২০২১ সালের মধ্যে ক্লাসগুলো কম্পিউটারাইজড হবে। পড়া লেখার মান আরো বৃদ্ধি পাবে। আজকের শিশুরা আগামী দিন দেশ পরিচালনা করবে তাই তাদের লেখাপড়ায় মনোযোগ দিয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। তিনি আরও বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়ে ও ২১ বছরেরর কোন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোনো ছাত্রছাত্রীকে রাত ৮টার পরে চায়ের দোকানে বা অন্য কোথাও আড্ডা দিতে দেখলে তাদেরকে আটক করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো কামরুজ্জামান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল মুলক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নূরজাহান পারভীন ঝর্ণা, শ্যামনগর চেয়ারম্যান অ্যাসোসিয়শনের সভাপতি জহুরুল হায়দার বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন ম-ল প্রমুখ।
পরে প্রধান অতিথি পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মসূচি, দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্নকরণ, অফিস প্রাঙ্গণের সৌন্দর্যবৃদ্ধিকরণ, ফ্রি ওয়াইফাই জোন, অংশীজনের খাওয়ার পানি, ফরমস সেন্টার স্থাপন, সীমানা প্রাচীর ও গেইট শোভন, সততা বক্স স্থাপন, ছাদ বাগান সৃজন, উপজেলা চত্বরে মেধাবীদের বাইসাইকেল প্রদান, প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মৎস্য অফিসের কিট বক্স বিতরণ, বজ্রপাতে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version