বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরে আদিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ শে জুলাই) সকাল ১০টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সুন্দরবন আদিবাসী মুণ্ডা সংস্থার (সামস্) সম্মেলন কক্ষে এ্ই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা কিরণ শংকর চ্যার্টাজি ও ফাদার লুইজি পাজ্জী। অনুষ্ঠান পরিচালনা করেন, তারাপদ মুণ্ডা ও দিপঙ্কর বিশ্বাস।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলায় বসবাসরত ৪২ জন আদিবাসী মুণ্ডার মাঝে প্লাস্টিকের পানির ড্রাম, হাঁস মুরগি, দর্জি কাজের জন্য সহায়তা, ধান বীজ, মাছের পোনা এবং গরু বিতরণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/