ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত সমাজ বিনির্মাণে আগামী ৩০ জুলাই সোমবার বাজারে আসছে একেএম আনিছুর রহমান সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। পত্রিকাটি প্রকাশনার অনুমতি প্রাপ্তির থেকে গত দেড় মাস যাবত পরীক্ষামূলক সংস্করণ বের হচ্ছিল।
পত্রিকা কর্তৃপক্ষ জানায়, এক ঝাঁক তরুণ সংবাদ কর্মীর নিরলস প্রচেষ্টায় দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ৩০ জুলাই পরীক্ষামূলক সংস্করণ থেকে মূল প্রকাশনায় আসার সিদ্ধান্ত নিয়েছে। উদ্বোধনী সংখ্যায় সাতক্ষীরার জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিশেষ সাক্ষাৎকারসহ সাতক্ষীরার শিক্ষাবিদ-সাংবাদিক-সাহিত্যিকসহ বিশিষ্টজনদের বিশেষ নিবন্ধে সাজবে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। দুই কালারে ৩টা মূল্যে বাজারে আসবে দৈনিকটি।