Site icon suprovatsatkhira.com

হেলাতলা টেকনিক্যাল কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না।
আরও উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম, অধ্যক্ষ কবির হোসেন প্রমুখ।
পরে সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ অতিথিদের নিয়ে কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version