এম এ সামাদ তোমার আগমনে প্রফুল্লিত হোক এই জনপদের লক্ষ মানুষের জীবন প্রভা প্রভাতের নুতন রবির স্নিগ্ধ আলোর মত ছড়ায়ে যাক তোমার কিরণ আভা।
দখিনের সুন্দরবনের মত ঢাল রূপে তুমি হও অসহায় মানুষের রক্ষাকর্তা বঙ্গোপসাগরের নীল জলরাশির গর্জনের মত তোমার আগমন হউক যেন নব ত্রাণকর্তা।
সুপ্রভাত সাতক্ষীরা তমি হবে অত্যাচারী সন্ত্রাসীর আকাশের কালোমেঘ ঝড় ঝঞ্ঝা সিডর আইলা তুমি মাদক ব্যবসায়ীর য²া কলেরা মৃত্যুর কালবেলা। তুমি হবে পথ শিশুদের নাঙা পায়ের নিক্কণ তুমি ধর্ষিতা দুখিনীর নুতন রঙিন কাঁকন। তুমি সত্যেরবাহক হয়ে এসো যেন স্রোতস্বিনী পদ্মা মেঘনা যমুনা অন্ধকার পথের আলোর দিশারী হয়ে এসে দুখের মাঝের হয়ো সান্তনা।
সুপ্রভাত সাতক্ষীরা তুমি এগিয়ে যাবে গভীর সমুদ্রে নিশান উড়িয়ে চলা জাহাজের মত পিছনে রয়ে যাবে বারিধারার শুভ্র ফেনিল ঊর্মি যত তোমাকে ভয় পায় যেন অস্ত্রের ঝনঝনানি কালোটাকায় নিমজ্জিত নষ্ট মানুষ মাদকের নেশায় বুঁদ হয়ে থাকা অসুস্থ যুবক তুমি বহে আনো অনন্ত সুখ তুমি আনো শোষিতের মুখের হাসি, কৃষক বধূর আহ্লাদ তুমি আমাদের নুতন আশা রাত শেষের নুতন প্রভাত
তুমি সুপ্রভাত অভিনন্দন তোমাকে- ‘সুপ্রভাত সাতক্ষীরা’ ।
8,557,274 total views, 7,880 views today