শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে সাত হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ কোস্টগার্ডের সদস্যরা। যার মূল্য সাত লক্ষাধিক টাকা।
বুধবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে এই জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা সটকে পড়ে।
কোস্টগার্ডের আংটিহারা ক্যাম্পের পেটি অফিসার এম এ মান্নান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় আড়পাঙ্গাশিয়া নদী থেকে সাত হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/