Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে দুই জেলে আটক, ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে পোনা আহরণের সময় মালামালসহ দুই জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় পোনা আহরণে ব্যবহৃত জাল।
আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের নজির সরদারের ছেলে খায়রুল সরদার (৪৫) এবং বৈশখালী গ্রামের সোহরাব আলী গাজীর ছেলে খোকন গাজী (৫০)।
পেট্রোল টিমের লিডার মোবারক হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযানে সুন্দরবন থেকে পাচারকালে ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবনের টেকের খাল থেকে এই কাঠ জব্দ করা হয়।
আংটিহারা কোস্টগার্ডের পেটি অফিসার মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ করে আন্দার মানিক বন অফিসে জমা দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version