Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুলাই) বিকালে শহরের মুনজিতপুরের মীর মহলে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, সৈয়দ হায়দার আলী তোতা, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, প্রেম দাস সরকার, মো. মফিজুর রহমান, মো. ওবায়দুর রহমান, কৃষ্ণপদ সরকার, মো. বেলাল হোসেন, আশরাফুন্নাহার মনি, সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ প্রমুখ।
সভায় কলেজের সার্বিক শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষা, নাইট গার্ড ও এম.এল.এস.এস প্রসঙ্গ ও বিভাগ ওয়ারী বেতন ভাতা প্রদান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version