জুলাই ২৯, ২০১৮
সাতক্ষীরা আওয়ামী লীগ হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি শক্তিশালী ইউনিট
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রথম জীবনে শিক্ষাকতা করতেন, পরে ব্যবসা। ১৯৭০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রসংসদের কমনরুম সম্পাদক ছিলেন। বাবার হাত ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে হাতে খড়ি। ১৯৮৪ সালে ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ট্রেজারার। ১৯৯৫ সালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পান। ১৯৯৬ ও ২০০১ সালে সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেন। ১৯৯৭ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে নির্বাচিত হন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। ২০১৫ সালেও পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ‘ব্যক্তিগত জীবন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ’ বিষয়ে তিনি কথা বলেছেন সুপ্রভাত সাতক্ষীরার সাথে। সাক্ষাৎকার নিয়েছেন এসএম নাহিদ হাসান ও আসাদুল ইসলাম সুপ্রভাত সাতক্ষীরা: কেমন আছেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার জন্মস্থান, পরিবার পরিজন সম্পর্কে জানতে চাই- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার শিক্ষা জীবন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনার পেশাগত জীবন সম্পর্কে জানতে চাই? সুপ্রভাত সাতক্ষীরা: পরে- সুপ্রভাত সাতক্ষীরা: রাজনীতিতে হাতে খড়ি কীভাবে? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি তো ছাত্র রাজনীতি করতেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখনের রাজনীতি কেমন ছিলো এবং বর্তমানে কেমন মনে হয়? সুপ্রভাত সাতক্ষীরা: আপনার রাজনৈতিকজীবন সম্পর্কে কিছু বলুন- সুপ্রভাত সাতক্ষীরা: আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই পদে থেকে রাজনীতি কেমন উপভোগ করছেন? সুপ্রভাত সাতক্ষীরা: অবসরে কোন স্মৃতিটি মনে পড়ে? সুপ্রভাত সাতক্ষীরা: ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে যে সহিংসতা চলেছিল, জেলা আওয়ামী লীগ তা কতটা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলো? সুপ্রভাত সাতক্ষীরা: দীর্ঘ নয় বছর আওয়ামী লীগ ক্ষমতায়, জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে দলকে কতটুকু শক্তিশালী করতে পেরেছেন? সুপ্রভাত সাতক্ষীরা: নানা কারণে বিভিন্ন সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে এসেছে। শুধু জেলা পর্যায়েই নয়, এই কোন্দল প্রতিটি উপজেলা, এমনকি তৃণমূলে ছড়িয়ে পড়েছে। আগামী সংসদ নির্বাচনে এর পড়বে কী না? সুপ্রভাত সাতক্ষীরা: এই কোন্দল সাধারণ নেতা-কর্মীদের উপর প্রভাব ফেলছে কিনা? সুপ্রভাত সাতক্ষীরা: জেলা থেকে তৃণমূল পর্যন্ত এই কোন্দল নিরসনে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? সুপ্রভাত সাতক্ষীরা: তারপরও কোন্দল থেকে গেছে- এটা আসলে কীভাবে সমাধানযোগ্য? সুপ্রভাত সাতক্ষীরা: কোন্দল নিরসনে কেন্দ্রের কোন নির্দেশনা আছে কী না? সুপ্রভাত সাতক্ষীরা: একাদশ সংসদ নির্বাচন নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কী ভাবছে? সুপ্রভাত সাতক্ষীরা: আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মধ্যে জামায়াত-শিবিরের কর্মীরা অনুপ্রবেশ করেছে শোনা যায়, যদি এমন হয়ে থাকে- এটা নিরসনে কোন পদক্ষেপ নিয়েছেন কী না? সুপ্রভাত সাতক্ষীরা: জেলার বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীদের বিভিন্ন কমিটিতে কিভাবে মূল্যায়ন করছেন? সুপ্রভাত সাতক্ষীরা: দলীয় সদস্য নবায়ন চলছে- এখন কী অবস্থা? সুপ্রভাত সাতক্ষীরা: নেতা-কর্মীদের উদ্দেশ্যে কোন পরামর্শ আছে কিনা? সুপ্রভাত সাতক্ষীরা: উপজেলায় উপজেলায় নেতাদের সাথে কর্মীদের দূরত্ব দেখা যায়। এই দূরত্ব কমানো উচিত বলে মনে করেন কী না? সুপ্রভাত সাতক্ষীরা: আওয়ামী লীগ সরকার একটি উন্নয়নমুখী সরকার- সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে জেলা আওয়ামী লীগ কী ধরনের ভ‚মিকা রাখছে- সুপ্রভাত সাতক্ষীরা: ভবিষ্যতে নিজেকে কোন অবস্থানে রেখে জনগণকে সেবা দিতে চান? সুপ্রভাত সাতক্ষীরা: অবসর সময়ে আপনি কি করেন? সুপ্রভাত সাতক্ষীরা: আপনাকে অনেক ধন্যবাদ। 8,412,548 total views, 701 views today |
|
|
|