জুলাই ২৯, ২০১৮
সাতক্ষীরার সংস্কৃতি অঙ্গন: প্রান্তিকতায় প্রতিদিন
খায়রুল বাসার সেন বংশের পতনের পর সুলতানী শাসনামলে খানজাহান আলীর শিষ্য চাঁদ খাঁ মসন্দরী, বুড়া খাঁ, দাউদ খাঁ, রাজা বসন্তরায় ক্রমান্বয়ে এতদঞ্চলের শাসনকাল পরিচালনা করেছিলো। তখনকার কাহিনি পরবর্তীকালে ঐতিহাসিকগণ ছাড়াও কাব্য-সাহিত্যে কবি কৃষ্ণরাম দাস, কবি রূদ্রদেবের লেখনিতে ‘রায়মঙ্গল’ কাব্যে এবং আব্দুর রহিম, খোদা বকশ প্রমুখের লেখনিতে ‘গাজী-কালু চম্পাবতী’ পুঁথিতে লিপিবদ্ধ হয়েছে। মুনশী মোহাম্মদ খাতেরের ‘বোনবিবি জোহুরানামা ও নারায়ণী জংগ’ প্রভৃতি লেখনিতে অত্যাচারী রাজার বিরুদ্ধে যুদ্ধ-জয়ের কথা পুঁথি আকারে বলা হয়েছে। যেমন বাইশ কবির ‘পদ্মাপুরাণ’-এ বাংলার বিদ্রোহী বীর-চরিত্র ‘চাঁদ সওদাগর’-এর গল্প নিয়ে আধুনিক সাহিত্য সৃষ্টি হয়েছে, তেমনি সাতক্ষীরা অঞ্চলের এই সকল পৌরাণিক বীরেদের কথা কোন আধুনিক কবি-সাহিত্যিক আধুনিকায়নের প্রয়োজনীয়তা অনুভব করেননি, দায়টা স্থানীয়দের ঘাড়ে বর্তায় যদিও, সে ক্ষেত্রে আমরা কোন কাজই দেখিনি বললেই চলে। তাতে আমাদের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে প্রভূত ক্ষতি হয়েছে, বর্তমানের মানুষ, আমাদের স্মরণীয় ঐতিহ্য থেকে বঞ্চিত হয়েছে। 8,703,702 total views, 635 views today |
|
|
|