Site icon suprovatsatkhira.com

সখিপুরে সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগিতা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসায় সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুলাই) সকাল ১০টায় সখিপুর আলিম মাদ্রসার আয়োজনে ও বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য পরিতোষ কুমার বিশ^াস, রূপান্তরের উপজেলা ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া, সমাজসেবক রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংহতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক আবু সূফী আল মামুন, আক্কাজ আলী, তৌহিদুজ্জামান, নাছিমা খাতুন, কবির হোসেন প্রমুখ। চিত্রাঙ্কন, হামদ, কোরআন, হাদিস ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version