জুলাই ৩, ২০১৮
সংবাদ সম্মেলনে দাবি: কাটিয়া মসজিদের জমি দখলের নামে প্রকাশিত খবর সত্য নয়
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া জামে মসজিদের ০.২০ একর জমি জামালউদ্দিন চৌধুরী তার জীবদ্দশায় মসজিদের নামে দান করেন নি। প্রকৃতপক্ষে এই জমি দান করেছেন তার পাঁচ ছেলে। যার দলিল নম্বর ১১১১৮, তারিখ ২৪.১১.৮০। পরবর্তীতে জামালউদ্দিনের ছোট ছেলে সিরাজুল হক চৌধুরী মসজিদ, মক্তব ও মাদ্রাসার উন্নয়নে ০.১৮৭৫ একর জমি দান করেন। এই জমির দলিলের তফসিলে পুকুর পাড় উল্লেখ রয়েছে। 5,701,695 total views, 531 views today |
|
|
|