Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ সরকারের জলবায়ু ট্রাস্ট ও জিআইজেড’র সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এসএম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে সোলার চালিত লাইট বিতরণ করা হয়।
শিক্ষা বন্ধু বাতি প্রকল্পে উপজেলার এক হাজার ১৮০ জন মেধাবী, অস্বচ্ছল বিদ্যুৎহীন পরিবারের শিক্ষার্থীদের মাঝে সোলার লাইট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের বিকল্প নেই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম মহসিন উল মুলক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version