শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পন্ড হয়ে গেল একটি বাল্য বিবাহের আয়োজন। বুধবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান শ্যামনগর সদর ইউনিয়নের নকিপুর গ্রামের মো. শাহাজান মোল্যার বাড়িতে উপস্থিত হয়ে তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামা লিখে নেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, ওসি প্রণব বিশ্বাস প্রমুখ।