Site icon suprovatsatkhira.com

শেখ হাসিনা উন্নয়ন দিবসের র‌্যালিতে মানুষের ঢল

সুপ্রভাত সতক্ষীরা ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুলাই) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ব্যানার, প্লাকার্ড, বাদ্যযন্ত্র সহকারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে র‌্যালিটি বের হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র থেকে মহাকাশ জয়ে অর্জিত অসামান্য সাফল্য স্মরণীয় রাখতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র উদ্ভাবন এবং তার আহবানে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
শেখ হাসিনা উন্নয়ন দিবস উদ্ভাবন ও পরিকল্পনাকারী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি র‌্যালিতে অংশ গ্রহণকারিদের ধন্যবাদ দিয়ে তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। সমুদ্র থেকে মহাকাশ জয় করে দেখিয়েছেন বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ির দেশ নয়। তিনি বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলে দেশের জনগণ নৌকায় ছাড়া ভোট দেবে না।’
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু কোর্ট গায়ে লাগালেই বঙ্গবন্ধুর সৈনিক হওয়া যায় না। যাদের বুকে আছে স্বাধীনতার চেতনা তারা দেশকে ভালবেসেছে। সাতক্ষীরা সদর আসনের এমপির অক্লান্ত প্রচেষ্টায় সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলার চারটি আসনে যেন আওয়ামী লীগ জয়ী হতে পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা কোন দলীয় র‌্যালি নয়, এটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে আনন্দ র‌্যালি। এই র‌্যালিতে সকলের অংশগ্রহণ আশা করেছিলাম। কিন্তু অনেকে অংশগ্রহণ করেনি। এটা দুঃখজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে এটাই আজকের এই দিনের প্রতিজ্ঞা।’
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা তার বক্তব্যে বলেন, এমপি রবি ১২ হাজারের অধিক মানুষদের নিয়ে আনন্দ র‌্যালি করে প্রমাণ করে দিয়েছেন সাতক্ষীরা সদরে তার জনসমর্থন আছে। তিনিই আওয়ামী লীগের নৌকার যোগ্য প্রার্থী। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠান বৈঠক করে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। মানবতার জননী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার অভূতপূর্ব অর্জন, সমুদ্র থেকে মহাকাশ জয় অসামান্য সাফল্য ও বলিষ্ঠ নেতৃত্বের উদীয় প্রতিফলন অর্জন হওয়ায় এ অর্জন বাঙালির জাতির জন্য স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশে এই প্রথম এমপি রবি’র উদ্ভাবন ও পরিকল্পনায় জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিবস উদ্যাপন করা হলো- এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন দিবসটি সারা বাংলাদেশে পালন করার আহবান জানান তিনি।’
এসময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version