Site icon suprovatsatkhira.com

শিলা কিংবা শিল্প

সৌহার্দ সিরাজ
স্বনির্মিত কুয়াশার ভেতর যেও না নগরবাসী
যেও না অনিয়ন্ত্রিত সমুদ্রস্নানে,

শব্দবিদ্যায় আমরা কম নক্ষত্রমুখর নই
প্রভাতের প্রোটোকল আমরা নিয়ম মেনে বাঁধি
বর্ণভুতের কালো চোখ আর তার নগ্নতা
কালান্তরের আগুনে জ্বালিয়েছি
সংজ্ঞাহীন দুপুরে

আলো কিংবা অন্ধকার
শিলা কিংবা শিল্প নির্ঘুম রাতের গল্প হলে
বেলাভূমির কাছে আসে সমর্পণের ঠিকানা
বিষণœ ডাহুক ডাকে কোন গন্ধম বনে!

এখন স্বপ্নও ছদ্মবেশি
স্বশাসিত করাঞ্চলে তার
যেও না ভোরের হাওয়া
শিরোনামহীন এপিটাফ ফিরিয়ে দাও।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version