জুলাই ১৭, ২০১৮
লিভার ও পাকস্থলি ভালো রাখে তেলাকুচা
বাহলুল করিম: ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মাথা ঠান্ডা রাখা, রক্ত জমাট বাঁধা, গ্যাসট্রিক ও ত্বকের যে কোন সমস্যা সমাধান এবং লিভার ও পাকস্থলি ভালো রাখতে তেলাকুচা মহাওষুধের মতো কাজ করে। একই সাথে দূর করে প্রসাবের সমস্যা। রুচি বাড়ায় মুখের। সব মিলয়ে তেলাকচু ওষুধের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদাও মেটায়। পতিত জমিতে এই শাক চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তেলাকচু নষ্ট না করে এর গুণাগুণ তুলে ধরে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটার ব্যবহার ও সংরক্ষণ করা প্রয়োজন। 8,412,881 total views, 1,034 views today |
|
|
|