চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের মাগুরাঘোনায় এক ব্যক্তির সবজি ক্ষেতে রাতের আধারে ঘাস মারা ওষুধ স্প্রে করে সবজি নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে জাকির হোসেন সরদার হোগলাডাঙ্গা জঙ্গল স্কুলের সামনে এনামুল হক লাভলু নামে এক ব্যক্তির জমি বর্গা নিয়ে ফসল করে আসছে। কিন্তু তার পার্শ্ববর্তী জমির মালিক হোগলাডাঙ্গা গ্রামের অহিদ আলী মোঙ্গলীর ছেলে ইসলাম মোলঙ্গী জমিটি তাকে বর্গা না দেয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতের আধারে পুইশাক ও ডাটাশাকে ঘাষ মারা ওষুধ স্প্রে করে প্রায় ২৫কাটা জমির ফসল নষ্ট করে দিয়েছে। এতে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার কাঁচা ফসল নষ্ট হয়েছে বলে জানান বর্গাচাষী জাকির হোসেন। এছাড়া গত বছর পোল্ট্রির পায়খানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার কচু নষ্ট করে দিয়েছিল সে। এঘটনায় ক্ষতিপূরণ দাবি করে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইসলাম মোলঙ্গী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
মাগুরাঘোনায় সবজি ক্ষেতে ওষুধ স্প্রে করে ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/