Site icon suprovatsatkhira.com

মনোনয়নের ভিত্তিতে নয়, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সংসদে মনোনয়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহালের সিদ্ধান্ত বাতিল ও সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মনোনয়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহালের সিদ্ধান্ত বাতিল করে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন ও নারী আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া দেশ নয়, নারীরা আজ সকল ক্ষেত্রে সমান সাফল্যের সাক্ষ্য বহন করছে। তাই নির্বাচনের ক্ষেত্রেও তাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। এজন্য রানৈতিক দলগুলোকে আরও উদার হতে হবে। রাজনীতিতে নারীর সমঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বেগম আঞ্জুয়ারার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা পরিষদের সাধারণ সম্মাদক জোস্না দত্ত, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক ওবায়দেস সুলতান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী মাধব দত্ত, রেজাউল করিম খান, নাজমুল আলম মুন্না, শ্যামল বিশ্বাস, লাবসা ইউপি সদস্য মিষ্ঠি বেগম, আলিপুর ইউপি সদস্য সলুদা খাতুন, বেগম মরিয়ম মান্নান, শিক্ষাবিদ আব্দুল হামিদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version