জুলাই ১২, ২০১৮
মধুপল্লীর চার দেয়ালে বন্দি সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, নানা সংকট
![]() শেখ শাহীন, কেশবপুব: কেশবপুরে মহাকবি মাইকেল মধুুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির মধুপল্লীর চার দেয়ালের ভেতরে বন্দি হয়ে পড়েছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। নেই খেলার মাঠ। নেই সমাবেশের পর্যাপ্ত স্থান। এক প্রকার বন্দিভাবে শিক্ষা কার্যক্রম চলছে সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 5,925,524 total views, 787 views today |
|
|
|