মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর ডাঙ্গামহিষদিয়া দাখিল মাদ্রাসায় আব্দুর রহিম নামে এক জামায়াত নেতা ও নাশকতার মামলার আসামিকে সুপার পদে নিয়োগ দেয়ার তোড়জোড় করা হচ্ছে। ওই জামায়াত নেতার কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে আগামী ২৫ জুলাই নিয়োগ বোর্ড করা হচ্ছে বলে অভিযোগ তুলে রোববার (২২ জুলাই) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ডাঙ্গামহিষদিয়া, পাড়িয়ালী ও পোড়াডাঙ্গা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাশেম আলীর বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার রায়হান কবির।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওয়ার্ড আওয়ামী লীগ ও মাদ্রাসার সভাপতি হাশেম আলী সরদার ও ভারপ্রাপ্ত সুপার আবুল হাসান অবৈধ অর্থ বাণিজ্য করে জামায়াত নেতা রহিমকে সুপার পদে নিয়োগ দেয়ার জন্য আগামী ২৫ জুলাই গোপনে যশোরের আমিনিয়া মাদ্রাসায় নিয়োগ বোর্ড করার ষড়যন্ত্র করছে। এ সময় বলা হয়, আব্দুর রহিম জামায়াতের একজন সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তিনি নাশকতার অভিযোগে জেল হাজত খেটেছেন। তার নেতৃত্বে ২০১৪ সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে গোপালপুর বাজারে একটি আন্দোলন মঞ্চ তৈরি হয়। ওই মঞ্চ থেকে আব্দুর রহিমের ঘোষণা মোতাবেক এলাকায় জ্বালাও-পোড়াওসহ সহিংসতা চালানো হয়। ওই সকল কর্মসূচিতে আব্দুর রহিম অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এ সকল কারণে সরকার বিরোধী এই জামায়াত নেতাকে সুপার পদে নিয়োগ না দেয়ার জন্য এলাকার সচেতন মানুষের পক্ষে রায়হান কবীর সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হামিদ খান, ছাত্রলীগ বিএল কলেজ শাখার সদস্য রায়হান, স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান, স্থানীয় আবুল কাশেম, হাবিবুর রহমান, মাসুদ রানা প্রমুখ।
মণিরামপুরে মাদ্রাসা সুপার পদে জামায়াত নেতাকে নিয়োগ দেয়ার ষড়যন্ত্র: প্রতিবাদে সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/