Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আমেনা খাতুন (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার নেহালপুর বাজারে এ ঘটনা ঘটে। আমেনা নেহালপুর বাজার এলাকার সুমন হোসেনের স্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করে।
আমেনার চাচি শ্বাশুড়ি জেসমিন বেগম বলেন, সকালে আমেনার ছেলে আবির আমাকে তাদের বাড়ি ডেকে নিয়ে যায়। এসে দেখি রান্না ঘরে রাইচ কুকারের ভাত ছড়িছে ছিটিয়ে আছে। আর আমেনা পাশে পড়ে আছে। তখন তাকে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তার আমেনাকে মৃত ঘোষণা করে। আমেনার শ^শুর বাড়ির লোকজনের দাবি, রান্না করতে গিয়ে রাইচ কুকার থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বলছেন, বিদ্যুতায়িত হয়ে আমেনার মৃত্যু হয়েছে, এমন কোন চিহ্ন পাওয়া যাচ্ছে না। কেশবপুর থানার এসআই আব্দুল হালিম বলেন, ‘আমেনার স্বজনদের দাবি বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই ধরণের কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না। এমনকি ডাক্তাররাও তেমন কিছু বলছেন না।’ তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version