জুলাই ২৫, ২০১৮
মণিরামপুরের ঝাঁপা ইউপি’র উপ-নির্বাচনে তাজু হোসেনের জয়
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তাজু হোসেন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ জুলাই) রাজগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মো. তাজু হোসেন মোরগ মার্কা নিয়ে ১ হাজার ৫৭৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান সিলিং ফ্যান মার্কায় পেয়েছেন ২৬৬ ভোট। এছাড়া আব্দুল কাদের টিউবওয়েল মার্কায় ১১৫ ভোট, মো. রাজু আহমেদ তালা মার্কায় পেয়েছেন ২১ ভোট। 6,553,696 total views, 1,459 views today |
|
|
|