Site icon suprovatsatkhira.com

ভ্রাম্যমাণ আদালত ফি আদায়ের তালিকা না থাকায় দুই ক্লিনিক ব্যবসায়ীর জরিমানা

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: প্রতিষ্ঠানের লাইসেন্স ও ফি আদায়ের তালিকা না থাকায় দুই ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইটাগাছা ও পলাশপোল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব বলেন, মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারা অনুযায়ী রোগীর ফি আদায়ের তালিকা এবং লাইসেন্স না থাকার অভিযোগে ইটাগাছার ন্যাশনাল হাসপাতালের মালিক আব্দুল হাফিজকে দুই হাজার টাকা এবং পলাশপোলের একতা ক্লিনিকের মালিক হরিদাস ম-লকে তিন হাজার জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ড. জয়ন্ত সরকার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version