সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় জ্যোতি ফুড ও আক্তারুল মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আলিপুর হাইস্কুলের পাশে ও মাহমুদপুরের বাদামতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন ও মো. আবু তালেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন ও মো. আবু তালেব বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে জ্যোতি ফুডের মালিক মো. আ. সবুর খানকে ১০ হাজার টাকা এবং আক্তারুল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. খাইরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।