সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় দুই বেকারী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ জুলাই) বিকেল ৫টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার ও কামারবায়সা এলাকায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী ঝাউডাঙ্গা বাজারের টেস্টি বেকারীর মালিক কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের জহুরুল হককে পাঁচ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কামারবায়সা গ্রামের মামা রুচিরা বেকারীর মালিক মো. মুজিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সেনিটারি ইন্সপেক্টর রতীন্দ্রনাথ সরকার।
5,705,589 total views, 4,425 views today