জুলাই ১৭, ২০১৮
ভোগান্তিময় সড়কে নাকাল পৌরবাসী
![]() এস.এম নাহিদ হাসান/এস.আর শাকিল: ভোগান্তিময় সড়কে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরবাসী। দীর্ঘদিন সংস্কারের অভাবে জেলা শহরের প্রাণকেন্দ্রের সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে খানাখন্দকে ভরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এছাড়া পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। 6,577,197 total views, 1,583 views today |
|
|
|