জুলাই ১৮, ২০১৮
বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজে নবীনবরণ
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ই জুলাই) সকালে কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অনিমেষ হালদার। প্রধান বক্তা হিসেবে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তপন রায়। তিনি বলেন, বি.জি কলেজে সময়মতো ক্লাস, পরীক্ষা, রিভিউ ক্লাস, প্রজেক্টর ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, অটো এসএমএস সার্ভিস, অভিভাবক সাক্ষাতকার, আইসিটি সুবিধা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সময় দিয়ে কর্মরত শিক্ষকরা পড়ালেখামুখী করে রাখে। আমি আশা রাখি নবীন শিক্ষার্থীরাও ধারাবাহিকভাবে সর্বোচ্চ সেবা পাবে। এসময় তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে দেশ গঠনের শপথ পড়ান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, কৃষ্ণপদ ম-ল, কনস্টেবল সুমন, সমাজসেবক হাজী আকরাম হোসেন, সাংবাদিক সাহেব আলী, দীপক মিস্ত্রি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী-গাবুরা (বি.জি) কলেজের ইংরেজি প্রভাষক মাসুম বিল্লাহ। 8,952,574 total views, 8,324 views today |
|
|
|