Site icon suprovatsatkhira.com

বিকালে আটক, রাতে বন্দুকযুদ্ধে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র-গুলি, গাঁজা-ফেনসিডিল উদ্ধার

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল কালাম আজাদ ও দেলোয়ার হোসেন নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিন কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি মোবাইল সেট।
শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের কয়ার বিল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আব্দুল কালাম আজাদ কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নে আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং দেলোয়ার হোসেন বাশদাহ গ্রামের আব্দুল গনির ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গত শনিবার বিকালে বাশদাহ বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ কালাম ও দেলোয়ারকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রাতেই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান দেশে প্রবেশ করছে। তথ্য মতে, তাদের নিয়ে রাত সাড়ে ৩টায় সীমান্তবর্তী বাশদাহ ইউনিয়নের কয়ার বিলে অভিযানে যায় সদর থানা ও ডিবি পুলিশের একটি দল। সেখানে পৌঁছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক চোরাকারবারীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কালাম ও দেলোয়ার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে। মাদক চোরাকারবারীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে কালাম ও দোলোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিন কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি মোবাইল সেট।
তিনি আরও জানান, অভিযানে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের পাঁচ সদস্য সামান্য আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version