কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, সহকারী শিক্ষক শরিফুজ্জামান, সেলিমুজ্জামান, মুজিবুদ্দৌলা শামিম ও রফিক উল ইসলাম প্রমুখ।