জুলাই ৫, ২০১৮
প্রাণ ফিরে পাচ্ছে ডুমুরিয়ার ভদ্রা ও সালতা নদী
![]() মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া: প্রাণ ফিরে পেতে শুরু করেছে ডুমুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ভদ্র ও সালতা নদী। দখল ও নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছিলো নদী দুটি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নদী দুটির ৩০ কিলোমিটার খননের ফলে যৌবন ফিরতে শুরু করেছে। 6,245,481 total views, 3,658 views today |
|
|
|