Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন তালার অলিউর রহমান

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: পড়াশোনায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন সাতক্ষীরা কৃতি সন্তান মো. অলিউর রহমান।
গত বুধবার (২৫ জুলাই) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মো. অলিউর রহমান সাতক্ষীরার তালা উপজেলার খেশরা গ্রামের মো. আজিজুল কাগুচি ও রহিমা বেগমের ছেলে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. অলিউর রহমান সিজিপিএ ৪.০০ এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ ৩.৭৯ পাওয়ায় তাকে এই পদক দেওয়া হয়।
মো. অলিউর রহমান বর্তমানে বাংলাদেশ মিলিটারি ইনিস্টিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি’র পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসাবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম স্থান অধিকারী ১৬৩ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ দেওয়া হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version