ডেস্ক রিপোর্ট: প্রতিবন্ধীসহ অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ১৪টি সৌর প্যানেল ও পাঁচটি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় ‘সৌর বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা এসব সামগ্রী বিতরণ করে।
সংস্থার কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার রফিকুল আলম ও প্রোগ্রাম অফিসার আবুল কালাম।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/